ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে একসাথে অবসরের ঘোষণা রোহিত-কোহলির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুন ২০২৪ ২১:০৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৪ ২১:০৯

৩০ জুন ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : গতরাতে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালের পর দ্বিতীয়বারের মত ভারতের শিরোপা জয়ের পর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও দলের সেরা ব্যাটার বিরাট কোহলি।

ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন কোহলি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাচ সেরার ট্রফি নিতে এসে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। তিনি বলেন, ‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

কোহলির পর সংবাদ সম্মেলনে অবসরের ঘোষনা দেন রোহিত। তিনি বলেন, ‘এটা আমারও শেষ টি-টোয়েন্টি ছিল। এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই সংস্করণ দিয়েই ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। এমনই চেয়েছিলাম। ট্রফি জিততে চেয়েছিলাম।’



আপনার মূল্যবান মতামত দিন: