
৪ জুলাই, ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : আগামীকাল ইউরো চ্যাম্পিয়নশীপের প্রথম কোয়ার্টার ফাইনালে আসরের সবচেয়ে সফল দল স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি।
ইউরোপের দুই ফুটবল পরাশক্তি চতুর্থবারের মত বৈশ্বিক এই টুর্ণামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। একে অপরকে ছাড়িয়ে যেতে হলে নিজেদের সেরাটা দেবার বিকল্প নেই। ঘরের মাঠে জার্মানি বাড়তি সুবিধা পাবে, এটা মানতে নারাজ এখনো পর্যন্ত পয়েন্ট না হারানো স্পেন।
বহুল প্রতিক্ষিত এই ম্যাচটির দিকে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে পর্তুগাল বনাম ফ্রান্সের মধ্যকার বিজয়ী দলের মোকাবেলা করবে।
আপনার মূল্যবান মতামত দিন: