
৭ জুলাই ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হেরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচে আজ জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছে চ্যাম্পিয়ন দলের সদস্যদের ছাড়া খেলতে নামা টিম ইন্ডিয়া।
হারারেতে টস জিতে প্রথমে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাট হাতে নেমে ভারতীয় বোলারদের সামনে সুবিধা করতে না পেরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৫ রান করে জিম্বাবুয়ে।
১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ দশমিক ৫ ওভারে ১০২ রানে অলআউট হয়ের লজ্জার হার বরণ করে নেয় ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান টিম ইন্ডিয়ার।
আপনার মূল্যবান মতামত দিন: