odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

অনন্য রেকর্ডের সামনে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ July ২০২৪ ০৮:০৯

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ July ২০২৪ ০৮:০৯

কয়েক বছর আগেও নিন্দুকেরা বলত, মেসি তো ক্লাব ফুটবলার। বিশ্বকাপ আর কোপা আমেরিকার ট্রফি যার নেই তার জন্য এমন কথা বলা দোষের কিছু ছিল না। কিন্তু সেসব বহু পেছনে ফেলে এসেছেন মেসি। ২০২১ সালে জয় করলেন কোপা আমেরিকা।পরের বছরই বিশ্বকাপ।

এবারের কোপা আমেরিকা জিতলেই এক অনন্য রেকর্ড গড়বেন তিনি। কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা জয়ের রেকর্ড। ইউরোপে এমন রেকর্ড আছে স্পেনের। ২০০৮ সালে ইউরো কাপ জেতা স্পেন ২০১০ সালে জয় করে বিশ্বকাপ। ২০১২ সালে ফের ইউরো কাপ জিতে এক অনন্য নজির স্থাপন করে তারা। একই রকম রেকর্ডটা কি মেসিরাও করতে পারবেন!

কাল সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। শেষ চারের লড়াইয়ে জিতলেই আরও একটি ফাইনাল।



আপনার মূল্যবান মতামত দিন: