ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় বললেন থিয়াগো আলকানতারা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জুলাই ২০২৪ ১১:১৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯ জুলাই ২০২৪ ১১:১৩

চোটের কারণে ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলতে পারা স্প্যানিশ মিডফিল্ডার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ঘোষণা দিয়েছেন চুক্তির মেয়াদ শেষে লিভারপুল ছাড়া থিয়াগো।

থিয়াগো সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিতে গিয়ে লিখেছেন, ‘ফুটবলকে ধন্যবাদ। ধন্যবাদ তাঁদেরও, যাঁরা আমাকে এই পথচলায় সঙ্গ দিয়েছেন, আমাকে ভালো খেলোয়াড় ও ভালো মানুষ বানিয়েছেন।’

থিয়াগো আরও লিখেছেন, ‘জীবন আমাকে যা দিয়েছে, আমি চেষ্টা করব সেসব ফিরিয়ে দেওয়ার। (ফুটবলে) যে সময় কাটিয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। আমি সময়টা উপভোগ করেছি।’



আপনার মূল্যবান মতামত দিন: