ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব, তুরাগমুখী মুসল্লিরা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৮ ০৯:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৮ ০৯:৪৮

আমাদের অধিকারপত্র ডটকম:৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আজ শুক্রবার। এইদিন বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে তিন  দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু।  

৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তুরাগ তীরে অনুষ্ঠিত বৃহত্তম জুমার জামাতের মধ্য দিয়ে   শুরু হচ্ছে  শুক্রবার। আগামী ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

শুক্রবার ইজতেমা শুরু হলেও ইতোমধ্যে ইজতেমা মাঠে চলে এসেছেন বেশির ভাগ মুসল্লিরা।  আজকের মধ্যে ইজতেমা মাঠ ভরে যাবে বলে আশা করছেন আয়োজকরা। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বের ইজতেমাও সফল করতে  সরকারি ৭৫টি সংস্থা একযোগে কাজ করছে।

দ্বিতীয় পর্বের ইজতেমায়  ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১৯, ২০, ২১, ২২, ২৩, জামালপুর ১, ২, ফরিদপুর, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, ঝিনাইদহ, ফেনী, কুমিল্লা ১, ২, চুয়াডাঙ্গা, রাজশাহী ১, ২, খুলনা ১, ২, পিরোজপুর ও ঠাকুরগাঁও জেলার মুসল্লিরা অংশ নেবেন।

ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর দ্বিতীয় পর্বের ইজতেমার ময়দান প্রস্তুতের জন্য ইজতেমায় আগত তাবলিগ জামাতের কর্মীরা কাজ করে যাচ্ছেন। তারা ইজতেমার প্রথম পর্বের ময়লা-আবর্জনা সরিয়ে পুরো ময়দানকে উপযোগী করে তুলছেন।গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকেও ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ সম্পন্ন করা হচ্ছে।

ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মোহাম্মদ ইলিয়াছ বলেন, প্রথম পর্বে তীব্র শীতের কারণে অনেক মুসল্লি ইজতেমায় যোগ দিতে পারেননি। মুসল্লিরা দ্বিতীয় পর্বে যোগ দিতে ইতোমধ্যে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। দ্বিতীয় পর্বের ইজতেমায় আগত মুসল্লিরা ২৬টি খিত্তায় অবস্থান করবেন।

ইজতেমায় আগত মুসল্লিদের জন্য এবারও থাকবে কঠোর নিরাপত্তা বলয়।

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন: