ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪ ২০:৪৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৪ ২০:৪৬

প্রথমে হত্যা মামলা, এরপর জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ। সাকিব তো বটেই, তাঁকে নিয়ে একটু চাপে পড়ে গিয়েছিল বিসিবিও।

সেই চাপ সাকিবের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্তই থাকবে হয়তো। তবে সাকিব যেহেতু বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার এবং এই মুহূর্তে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান সফরে আছেন, বিসিবি তাঁকে সব রকমের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা আজ তার জবাবেও এটাই বলেছি।

’তিনি আরও বলেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’



আপনার মূল্যবান মতামত দিন: