odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

সহজ জয় বাংলাদেশ নারী ‘এ’ দলের

odhikarpatra | প্রকাশিত: ১০ September ২০২৪ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ১০ September ২০২৪ ২৩:৫৬

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৪  : আজ দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ নারী ‘এ’ দল ৭ উইকেটে হারিয়েছে শ্রীলংকা ‘এ’ দলকে। বৃষ্টির কারনে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিলো। 

কলম্বোর পানাগোডার আর্মি গ্রাউন্ডসে বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ২০ ওভারে নেমে আসে। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রান করে শ্রীলংকা। দলের পক্ষে সাথিয়া সান্দিপানি ৩৬, মালশা সেহানি অপরাজিত ২৫ ও পিউমি ওয়াথসালা ২২ রান করেন। বাংলাদেশের ফাহিমা খাতুন ১০ রানে ও রাবেয়া খান ১৮ রানে ২টি করে উইকেট নেন।
জবাবে ২ ওভার বাকী রেখে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার দিলারা আকতার। এছাড়া মুর্শিদা খাতুন ৩০ ও নিগার সুলতানা অপরাজিত ২৪ রান করেন। নিগারের সাথে ১১ রানে অপরাজিত ছিলেন রিতু মনি। 
দুই ম্যাচের ওয়ানডে শেষে ১২ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা নারী ‘এ’ দল



আপনার মূল্যবান মতামত দিন: