odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 27th October 2025, ২৭th October ২০২৫

মুম্বাইয়ের দোকান-কাম-আবাসিক ভবনে আগুন : ৭ জনের মৃত্যু 

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৪ ২০:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৪ ২০:৫৯

আজ রোববার সকালে মুম্বাইয়ের একটি দুইতলা দোকান-কাম-আবাসিক ভবনে আগুন লেগে তিন শিশুসহ সাতজনের মৃত্যুর ঘটেছে। একজন দমকল কর্মকর্তা এএফপিকে একথা জানিয়েছেন।

তিনি জানান, ঘটনাটি ঘটেছে সকাল ৫ টা ২০ মিনিটে চেম্বার এলাকার সিদ্ধার্থ কলোনিতে। ভবনটির নিচতলা দোকান হিসেবে এবং উপরের তলা আবাসন হিসেবে ব্যবহৃত হতে। 
তিনি বলেন, নিচতলায় দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং  তা ওপরের তলায় তা ছড়িয়ে পড়ে। 
কর্মকর্তা জানান, এ ঘটনায় আহত সাতজনকে রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের সবাইকে মৃত ঘোষণা করা হয়।
তিনি জানান, দমকল, পানির ট্যাংকার এবং অন্যান্য সহায়তা ঘটনাস্থলে পৌঁছেছে এবং সকাল ৯ টা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
নিহতরা হলেন- প্যারিস গুপ্তা (৭), মঞ্জু প্রেম গুপ্তা (৩০), অনিতা গুপ্তা (৩৯), প্রেম গুপ্তা (৩০), নরেন্দ্র গুপ্তা (১০), বিধি চেদিরাম গুপ্তা (১৫) এবং গীতাদেবী ধর্মদেব গুপ্তা (৬০)।



আপনার মূল্যবান মতামত দিন: