odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

সরকারের মোট যানবাহনের প্রকৃত অবস্থা নিরূপণের সিদ্ধান্ত

odhikarpatra | প্রকাশিত: ৭ October ২০২৪ ২২:০১

odhikarpatra
প্রকাশিত: ৭ October ২০২৪ ২২:০১

সরকারের অন্তর্বর্তী সরকার কতটি গাড়ি ও যাবাহনের মালিক, তা খুঁজে বের করতে এবং সেসব যানবাহনের প্রকৃত অবস্থা নিরূপণের সিদ্ধান্ত নিয়েছে।

আজ রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের (অর্থবছর-২৫) তৃতীয় একনেক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এনইসি সম্মেলন কক্ষে বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, সরকারের অনেক যানবাহন রয়েছে এবং প্রতিটি প্রকল্পে বিপুল সংখ্যক নিজস্ব যানবাহন ব্যবহার করা হয়। প্রকল্প শেষ হওয়ার পর এসব যানবাহন কোথায় যায়?’ 
উপদেষ্টা আরও উল্লেখ করেন, প্রকল্পগুলো শেষ করার পরেও অনেকে বলেন, এতোটি যানবাহন অতিরিক্ত থেকে যায়।   
তিনি বলেন, ‘আবার অন্যান্য মন্ত্রণালয় এই যানবাহনগুলো ব্যবহার করে, একজন সরকারী কর্মচারী তার এখতিয়ারে ৩ থেকে ৪টি গাড়ি রাখে।’
ড. মাহমুদ আরো বলেন, ‘সরকারি যানবাহন ব্যক্তিমালিকানাধীন যানবাহনের মতো বেশিদিন টিকে না। এটি আরেকটি সমস্যা।’
উপজেলা পর্যায় থেকে শুরু করে সারাদেশে সরকারের কতটি গাড়ি রয়েছে, তা বের করার জন্য একনেক সভায় উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, সরকার যানবাহনগুলোকে অন্যান্য সরকারি অফিসে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে- যা ব্যয় সাশ্রয়ী হবে ও জনসাধারণের তহবিল বাঁচবে।



আপনার মূল্যবান মতামত দিন: