odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সরকারের প্রধান লক্ষ্য আইনের শাসন প্রতিষ্ঠা করা-আইনমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ January ২০১৮ ২২:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ January ২০১৮ ২২:০৮

আমাদের অধিকারপত্র ডটকম: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের এবং  গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করাকে অপরিহার্য বলে মনে করে।

আজ বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন ও জেলা দায়রা জজ আদালত ভবনের সম্প্রসারিত কাজের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

 

আনিসুল হক আরও বলেন, বিচার ব্যবস্থাকে বর্তমান সরকার সাধারণ মানুষের হাতের কাছে পৌঁছে দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ব্রিটিশ আমলের অবকাঠামো ভেঙে আধুনিক ভবন নির্মাণের পাশাপাশি বিচারকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ তাদের আবাসনের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাডভোকেট  মুস্তফা লুৎফুল্লাহ,সাতক্ষীরা- ২ আসনের  এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা- ৩ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. আ ফ ম রুহুল হক,  সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: