ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কিম জং-নাম হত্যা : দুই নারী অভিযুক্ত

Admin 1 | প্রকাশিত: ২ মার্চ ২০১৭ ২২:৪১

Admin 1
প্রকাশিত: ২ মার্চ ২০১৭ ২২:৪১

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নামকে হত্যার দায়ে দুই নারীকে অভিযুক্ত করা হয়েছে।


এ দুই নারীর বিরুদ্ধে গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে কিমের শরীরে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলার অভিযোগ আনা হয়েছে। তাদের একজন ভিয়েতনামের এবং অপরজন ইন্দোনেশিয়ার নাগরিক।
দোয়ান থি হুং ও সিতি আইশিয়াহ নামের এ দুই নারীকে বিশেষ বাহিনীর নিরাপত্তায় মালয়েশিয়ার রাজধানীর কাছে একটি আদালতে হাজির করা হয়।
এ হত্যা মামলায় তারা অভিযুক্ত হলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হতে পারে।
এ হত্যা মামলার অভিযোগ পড়ে শুনানোর পর ভিয়েতনামের দোয়ান থি হুং বলেন, ‘আমি অপরাধী না।’ তাদের আগামী ১৩ এপ্রিল আবারো আদালতের সামনে হাজির করা হবে।
উল্লেখ্য, জোরালোভাবে মনে করা হচ্ছে, কিম জং-নামকে হত্যায় উত্তর কোরিয়ার হাত রয়েছে। কেননা, তিনি উত্তর কোরীয় শাসকের কট্টর সমালোচক ছিলেন। তবে পিয়ংইয়ং এ অভিযোগ একেবারে নাকচ করে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: