odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 30th December 2025, ৩০th December ২০২৫

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮৬

odhikarpatra | প্রকাশিত: ১৪ October ২০২৪ ২২:২৪

odhikarpatra
প্রকাশিত: ১৪ October ২০২৪ ২২:২৪

 গত ২৪ ঘণ্টায়  ডেঙ্গু  জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ২১৫ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ সময়ে  এক হাজার ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার  ৪৯৭ জন এবং বাকিরা বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৭৮ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৭২৪ জন। মারা গেছেন ২১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৩, ঢাকা উত্তর সিটিতে ২৮৮, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৯, খুলনা বিভাগে ১৫২ জন রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: