
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : লালমনিরহাটের হাতীবান্ধায় এক স্বতন্ত্র এবতেদায়ী
মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে আজিজার রহমান গংয়ের বিরুদ্ধে।
এ সময় ওই মাদ্রাসার এক শিক্ষক সহ দু‘জন গুরুতর আহত হন। আহতরা
হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক আতিয়ার রহমান বাদি হয়ে ১৮জনের নামে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব ফকিরপাড়া ২নং স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় ওই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হাসান আলী বাবু ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য তহর
উদ্দিন।
এজাহারে উল্লেখ করা হয়েছে,ওই মাদ্রাসা নিয়ে উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের মৃত অহির উদ্দিনের ছেলে আজিজার রহমান গংয়ের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এমন অবস্থায় ২৫ জানুয়ারী মাদ্রাসা চালাকালীন আজিজার রহমান গং পূর্ব বিরধের জের ধরে মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুর করে।
এতে মাদ্রাসার প্রায় ৪০হাজার টাকার মালামাল ক্ষতি হয়। এসময় বাধা দেওয়া হলে মাদ্রাসার সহকারী শিক্ষক হাসান আলী বাবু ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য তহর উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি হয়।
এ বিষয়ে পূর্ব ফকিরপাড়া ২নং স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় প্রধান শিক্ষক আতিয়ার রহমান জানান, মাদ্রাসায় হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আজিজার রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তাকে পাওয়া যায়নি। হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হোসেন সরদার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনিয় ব্যাবস্থা নেয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: