odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

পোর্ট-অ-প্রিন্সে গ্যাং হামলায় নিহত ২, পলাতক ৫০০০

odhikarpatra | প্রকাশিত: ২২ October ২০২৪ ১৯:২৩

odhikarpatra
প্রকাশিত: ২২ October ২০২৪ ১৯:২৩

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের আশেপাশে এক গ্যাং হামলায় আট মাসের একজন গর্ভবতীসহ অন্তত দুই নারী নিহত এবং ৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

পোর্ট-অ-প্রিন্স থেকে দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এএফপি সোমবার এ খবর জানায়।

দরিদ্র ক্যারিবিয়ান দেশটি দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতায় ভুগছে। সাম্প্রতিক মাসগুলোয় লড়াই তীব্রতর হওয়ায় দেশটির মানবিক, নিরাপত্তা ও রাজনৈতিক সংকট আরো বাড়িয়ে তুলেছে।

এএফপি’র দেওয়া এক আংশিক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ সোলিনো জেলায় ‘ভিভ আনসানম’ (‘লিভিং টুগেদার’) জোটের কয়েকটি গ্যাং পরিচালিত হামলায় দুই নারী নিহত হয়েছে। পুড়ে যাওয়া বাড়ি ও যানবাহনের বর্ণনা দিয়ে সিভিল প্রোটেকশন জানায়, ওই দুই নারীকে তাদের বাড়ির ভেতরে হত্যা করা হয়েছে। আশেপাশের এলাকা থেকে আগুন দেওয়া বাড়িগুলো থেকে ধোঁয়ার ঘন কু-লী উঠতে দেখা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: