odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

লালমনিরহাটে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার এক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৯ January ২০১৮ ২০:১৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৯ January ২০১৮ ২০:১৮

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা মোটরসাইকেলসহ এমদাদুল হক(৩২) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ।


সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর আগে দুপুরে উপজেলার পুরাতন ভেলাবাড়ী এলাকা থেকে আটক করা হয়।


গ্রেফতারকৃত এমদাদুল হক উপজেলার তালুক দুলালী গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র। লালমনিরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন ভেলাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এমদাদুলকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়। এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত(ওসি) হরেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: