
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুলিশ পরিচয় দিয়ে কৌশলে অপহরণের পর অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই ঘটনার মূল নায়ক জুবায়ের সজিব (৩৫) কে ধারালো অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কৈগাড়ী বাইতুল আতিক জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করেন। জুবায়ের সজিব বগুড়া সদরের কালিতলা কাটনার পাড়ার মৃত আব্দুর রশিদের পুত্র। এঘটনায় ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা (মামলা নং-১৫) দায়ের করেন।
এ ঘটনায় অপরাধীরা গ্রেফতার হওয়ার পর পেনাল কোড আইনের ১৭০/১৭১ এবং ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(চ) ধারায় মামলা (মামলা নং-১৫) দায়ের করা হয়েছে।
২১ জানুয়ারী আজিজুল হক কলেজের সামনে থেকে বগুড়া দুপচাচিয়া উপজেলার উজ্জল হোসেন (৩৩), বাবু (৩০) ও এমদাদুল (১৯) নামের ৩ জন পুরাতন মটরসাইকেল কেনা-বেচার ব্যবসায়ীকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে এসে আলতাফুন্নেছা খেলা মাঠের পশ্চিম পার্শ্বে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে ভয়-ভীতি দেখিয়ে টাকা ছিনতাই করে এই ভুয়া পুলিশ জুবায়ের সজিব।
আপনার মূল্যবান মতামত দিন: