ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুলের ছেলে অমিত আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৮ ২২:১০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৮ ২২:১০

আমাদের অধিকারপত্র ডটকমঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতকে আটক করেছে পুলিশ।

শামসুদ্দিন দিদার বলেছেন, মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে আটক করা হয়। তবে এ ব্যাপারে পুলিশের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল সন্ধ্যার পর গুলশান থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে।

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ ধার্য আছে। মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা শেষে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এ সময় আটক দুই নেতাকে প্রিজন ভ্যান ভেঙে ছিনিয়ে নেয় নেতা-কর্মীরা। পরে বিএনপি ৬৯ জন নেতা-কর্মীকে আটক করা হয়। সন্ধ্যার পর আটক করা হয় গয়েশ্বরকে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: