odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

আমেরিকাকে ‘গৌরবের শিখরে' পৌঁছে দেওয়ায় প্রতিশ্রুতি ট্রাম্পের

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৪ ১৯:৪৭

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৪ ১৯:৪৭

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার প্রচারণার চূড়ান্ত সমাবেশে তার সমাপনী বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘গৌরবের নতুন শিখরে’ পৌঁছে দিতে নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্য্যান্ড র‌্যাপিডস থেকে এএফপি  এ খবর জানায়।

তিনি মিশিগানের সুইং স্টেট গ্র্যান্ড র‌্যাপিডসে ভোরে জনতার উদ্দেশে বলেন, ‘আগামীকাল আপনাদের ভোটের মাধ্যমে, আমরা আমাদের দেশের প্রতিটি সমস্যার সমাধান করতে পারব এবং  আমেরিকাকে বিশ্বে  গৌরবের নতুন শিখরে  পৌঁছে দিতে সক্ষম হবো।

সুত্র : বাসস



আপনার মূল্যবান মতামত দিন: