odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর

odhikarpatra | প্রকাশিত: ৫ November ২০২৪ ১৯:৫৫

odhikarpatra
প্রকাশিত: ৫ November ২০২৪ ১৯:৫৫

হজযাত্রীদের জন্য অভ্যন্তরীণ এবং বহির্মুখী বিমান ভাড়ার উপর আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এ ছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা আবগারি শুল্ক দেয়ার বিধান ছিল। হজযাত্রীদের জন্য এটি মওকুফ করা হলো। 

সম্প্রতি অন্তর্র্বর্তীকালীন সরকার হজ প্যাকেজ ঘোষণা করেছে যা আগের বছরের খরচের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

সরকার গত ৩০ অক্টোবর আগামী বছরের জন্য দুটি পৃথক সাশ্রয়ী হজ প্যাকেজ ঘোষণা করে। স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৭৮,২৪২ টাকা এবং স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-২ বাবদ ৫,৭৫,৬৮০ টাকা, যার ফলে প্রত্যেক হজযাত্রী যথাক্রমে ১,০৯,১৪৮ টাকা এবং ১১,৭১০ টাকা সাশ্রয় করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

সুত্র : বাসস



আপনার মূল্যবান মতামত দিন: