odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান

odhikarpatra | প্রকাশিত: ৯ November ২০২৪ ২৩:৪১

odhikarpatra
প্রকাশিত: ৯ November ২০২৪ ২৩:৪১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে হত্যার ষডযন্ত্রের দায়ে এক ইরানি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন সরকার। শুক্রবার বিচার বিভাগ ফরহাদ শাকেরি (৫১) নামে এক ইরানি নাগরিকের বিরুদ্ধে এই অভিযোগ আনে। কিন্তু অভিযুক্ত নাগরিক এখন ইরানেই অবস্থান করছেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ওই হত্যা চেষ্টা চালায় ইরান। অভিযোগে আরো বলা হয়েছে, ইরান সরকার শাকেরিকে সাত দিনের মধ্যে হত্যার পরিকল্পনা জমা দিতে বলে। ইরান সরকার মনে করেছিল ট্রাম্প হয়তো নির্বাচনে জিতবে না।

মার্কিন এটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বে ইরানের মতো অনেকেই আছে, যারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিচার বিভাগ এক ইরানি’র বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাকে মার্কিনিদের হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল। এরমধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পও রয়েছেন।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।



আপনার মূল্যবান মতামত দিন: