odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ নিহত ২

odhikarpatra | প্রকাশিত: ১৬ November ২০২৪ ২১:৪৪

odhikarpatra
প্রকাশিত: ১৬ November ২০২৪ ২১:৪৪

শাহজাদপুর উপজেলায় আজ ড্রামট্রাক চাপায় সিএনজি- চালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন। 

আজ শনিবার বিকেলে হাটিকুমরুল-শাহজাদপুর মহাসড়কে শাহজাদপুর উপজেলার গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল সেখের ছেলে অটোরিকশা চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) এবং যাত্রী জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম জানান, যাত্রী নিয়ে সিএনজি-চালিত অটোরিকশাটি শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোলচত্বর অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি শাহজাদপুর উপজেলার গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও একজন যাত্রী নিহত হন।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত ড্রামট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: