
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার মেডিকেল মোড় এলাকার বৈশাখী হোটেল থেকে শরিফুলকে এবং মেডিকেল মোড় এলাকা থেকে অপর একজন জামাতকর্মীকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম শফি'র ছেলে ছাত্রদল সভাপতি শরিফুল ওও জামায়াত কর্মী এবং বস্ত্র ব্যবসায়ী আহাম্মদ আলী (৪৮)।হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাসান সর্দার জানান, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সদর উপজেলায় মারামারির ঘটনায় সদর থানায় দুইটি মামলা হয়েছে। সেই মামলায় শরিফুলকে উপজেলার বৈশাখী হোটেল থেকে ও আহম্মদ আলীকে তার দোকানের পাশ থেকে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও তাদের বিরুদ্ধে আরো মামলা আছে কি না? তা খুঁজে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: