ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১২ বছর পর ফিল্ডে মুশফিকুর রহিম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৮ ২০:৩৮

আমাদের অধিকারপত্র ডটকমঃ প্রায় ১২ বছর পর নিজের টেস্ট ক্যারিয়ারে ফিল্ডার হিসেবে গতকাল দ্বিতীয় ক্যাচ ধরেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মূলত উইকেটরক্ষক হিসেবেই পরিচিতি মুশফিকের।

২০০৬ সালের মার্চে বগুড়ায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ফিল্ডার হিসেবে প্রথম ক্যাচ ধরেন মুশফিক। ঐ টেস্টে শ্রীলংকার প্রথম ইনিংসে মোহাম্মদ আশরাফুলের বলে প্রতিপক্ষের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ক্যাচ ধরেছিলেন মুশি।

এরপর দীর্ঘ ১২ বছর পর, আজ আবারো ফিল্ডার হিসেবে ক্যাচ ধরলেন মুশফিক। চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ব্যাটসম্যান ও ফিল্ডার হিসেবে খেলতে নামেন তিনি।

শ্রীলংকার প্রথম ইনিংসে ও ম্যাচের তৃতীয় দিন, আজ প্রতিপক্ষের ওপেনার কুশল মেন্ডিসের ক্যাচ নেন মুশফিক। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে মিডঅনে ক্যাচ নেন ৫৯ টেস্ট খেলা মুশফিক। এতেই ১৯৬ রানে থেমে যেতে হয় বার্থডে বয় মেন্ডিসকে।



আপনার মূল্যবান মতামত দিন: