odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

মধ্য গাজায় ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি শিশু নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৩ November ২০২৪ ০৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২৩ November ২০২৪ ০৩:৪৪

বুধবার মধ্য গাজায় একটি পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে, একজন চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাঃ মুনির আলবোর্শ সিএনএনকে বলেন, শেখ রাদওয়ান পাড়ায় নিহতদের মধ্যে দশজন শিশু।

জরুরী কর্মীরা ধ্বংসস্তূপ থেকে লোকদের উদ্ধারের জন্য কাজ করছে, গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

 

আবির সালমান, ইব্রাহিম দাহমান এবং ইয়াদ কুর্দি 

সিএনএন



আপনার মূল্যবান মতামত দিন: