ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

দলে ফিরেই পুরনো রূপে উইলিয়ামসন

odhikarpatra | প্রকাশিত: ২৮ November ২০২৪ ১৭:২২

odhikarpatra
প্রকাশিত: ২৮ November ২০২৪ ১৭:২২

মাত্র ৭ রানের জন্য ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন সেঞ্চুরি মিস করলেন নিউজিল্যান্ডের সেরা ব্যাটার কেন উইলিয়ামসন। তার আক্ষেপের পর ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৯ রান করেছে নিউজিল্যান্ড। 

এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নজির স্পর্শ করেছেন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশির।

ক্রাইস্টচার্চের ভেন্যুতে দ্বিতীয় স্পিনার হিসেবে ইনিংসে ৪ উইকেট নিলেন বশির। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২.৪ ওভার বল ৫০ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। এই ইনিংসে আর ১টি উইকেট পেলেই ক্রাইস্টচার্চের মাঠে প্রথম স্পিনার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন বশির। 

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসনের বলে ২ রানে সাজঘরে ফিরেন ওপেনার ডেভন কনওয়ে। 

দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার ও অধিনায়ক টম ল্যাথাম এবং উইলিয়ামসন। ৬টি চারে ৫৪ বলে ৪৭ রান করে ইংল্যান্ডের পেসার ব্রান্ডান কার্সের শিকার হন ল্যাথাম। 

ল্যাথামের পর রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেলের সাথে আরও দু’টি হাফ-সেঞ্চুরির জুটি গড়েন উইলিয়ামসন। রাচিনের সাথে ৬৮ ও মিচেলকে নিয়ে দলকে ৬৯ রান উপহার দেন উইলিয়ামসন। রাচিন ৩৪ ও মিচেল ১৯ রানে থামলেও ক্যারিয়ারের ৩৩তম টেস্ট সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন উইলিয়ামসন। কিন্তু ছয় বছর পর নব্বইয়ের ঘরে পা রেখে ৯৭ রানে আউট হন তিনি। অ্যাটকিনসনের বলে জ্যাক ক্রলিকে ক্যাচ দেন উইলিয়ামসন। ১০৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার নব্বইয়ের ঘরে আউট হলেন উইলিয়ামসন। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ওয়েলিংটনে শ্রীলংকার বিপক্ষে ৯১ রানে থেমেছিলেন এই ডান-হাতি ব্যাটার। 

দলীয় ২২৭ রানে পঞ্চম ব্যাটার হিসেবে উইলিয়ামসন ফেরার পর নিউজিল্যান্ডের উপর চাপ সৃষ্টি করেন বশির। নিয়মিত বিরতিতে টম ব্লান্ডেলকে ১৭, ন্যাথান স্মিথকে ৩ ও ম্যাট হেনরিকে ১৮ রানে আউট করেন বশির। এতে ২৯৮ রানে অষ্টম উইকেট হারায় নিউজিল্যান্ড।

নবম উইকেটে জুুটিতে নিউজিল্যান্ডের রান তিনশ পার করেন গ্লেন ফিলিপস ও টিম সাউদি। তাদের ২১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ফিলিপস ৪১ ও সাউদি ১০ রানে অপরাজিত আছেন। 

বশির ৬৯ রানে ৪টি ও অ্যাটকিনসন-কার্স ২টি করে উইকেট নিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: