
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সমবায় ব্যাংকের চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় রীতিনীতি মেনে চলতে হবে।
ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা কাজে লাগিয়ে জীবন পরিচালনা করতে হবে। তাহলে দুনিয়া ও আখেরাতে শান্তি মিলবে। ধর্মীয় অনুশাষন মেনে চললে সমাজ থেকে অপরাধ দুর হবে। বর্তমান সরকার আমলে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করছে।
তিনি দেশ ও জনগনের কল্যানে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। রবিবার রাতে বগুড়া সদরের শাখারিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ইসলামী জালসায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
মাদ্রাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. শাহজাহান আলী খাঁন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবীর আহম্মেদ মিঠু, ১৯ নং ওয়ার্ড কাউন্সিল ওছমান গনি মাষ্টার, জেলা যুবলীগনেতা সাজেদুর রহমান সিজু, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, যুবলীগ নেতা কামরুল হুদা উজ্জল, আবু সাঈদ লেলিন, সমাজসেবক আলহাজ্ব ডা: এফএম মুসা আল মানসুর, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রাজ্জাক, মাসুদ রানা, মাওলানা সামছুল হক, যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ স্মরন, আরিফ হোসেন, লিটন হোসেন প্রমুখ।
জালসায় প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ, মাওলানা এমদাদুল হক।
আপনার মূল্যবান মতামত দিন: