ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ট্রাম্প-মাস্কের আপত্তিতে মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা

odhikarpatra | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯

odhikarpatra
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯

নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে ১শ’ বিলিয়ন ডলারের সৃষ্টি হয়েছে উত্তেজনা, বিভেদ বাড়ছে রিপাবলিকান পার্টিতেই।

কারণ, এরফলে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে মার্কিন অর্থনীতিতে দেখা দিতে পারে বিশৃঙ্খলা।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের আগেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। এবার যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টিটিভের স্পিকার মাইক জনসনের একটি অস্থায়ী বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দু’জন।

নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে ১শ’ বিলিয়ন ডলারের একটি অস্থায়ী বাজেট নিয়েছিল বিলটি। এই অর্থে দুর্যোগ মুহূর্তের ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল।

তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থানের কারণে কংগ্রেসে অস্থিরতা দেখা দেয়ার পাশাপাশি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে, রিপাবলিকানদের মধ্যে এই বিল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দলটির মধ্যে বিভাজন সৃষ্টি হচ্ছে এবং জনসনের নেতৃত্বকে বিপদে ফেলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প ও মাস্কের পদক্ষেপে যদি সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, রাজনৈতিক এই অস্থিরতা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কীভাবে চলবে, তার একটি ‘প্রাথমিক সংকেত’ হিসেবে দেখছেন অনেকে। এই সংকটের মধ্যে, কংগ্রেসে ২০২৫ সালের বাজেট তৈরিতে ও রয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েক সপ্তাহে এর কী পরিণতি হবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।



আপনার মূল্যবান মতামত দিন: