ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হলেন মালিঙ্গা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১৪

ভারতের ঘরোয়া টি-২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হিসেবে নিয়োগ পেলেন শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা। বর্তমান চ্যাম্পিয়ন দলটির কোচিং স্টাফ হিসেবে এক সময়ের সতীর্থ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে কাজ করবেন তিনি।


যদিও দলের আনুষ্ঠানিক বোলিং কোচ হিসেবে কাজ করছেন শেন বন্ড। তথাপি এ যাবত পর্যন্ত দলের পক্ষে ১১০ ম্যাচ খেলা মালিঙ্গাকে রেখে দিতে চাচ্ছে থিংক ট্যাঙ্করা। এ ছাড়া ব্যাটিং কোচ হিসেবে রবিন সিং ও ফিল্ডিং কোচ হিসেবে দলে আছেন জেমস পেমেন্ট।


বেশকিছু দিন যাবত জাতীয় দলের বাইরে থাকা ও বার বার ইনজুরিতে পড়া ৩৪ বছর বয়সী মালিঙ্গার পরিবর্তে নির্বাচকরা তরুণদের বেশি অগ্রাধিকার দিচ্ছেন।


নতুন নিয়োগ পেয়ে মালিঙ্গা বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সে থাকতে পারার সুযোগ পাওয়াটা একটা বড় সম্মানের বিষয়। গত এক দশেকে মুম্বাই আমার দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে। একজন খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সে আমার সময়টা দারুণ কেটেছে এবং এখন নতুন দায়িত্ব মেন্টর হিসেবে ভাল করার অপেক্ষায় আছি।’


শ্রীলংকার হয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে নিজের সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ খেলা মালিঙ্গা খুব শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরেরও ঘোষনা দেন।-খবর বাসসের 



আপনার মূল্যবান মতামত দিন: