odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল ঢাকায় আসছেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ February ২০১৮ ১৮:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ February ২০১৮ ১৮:৫১

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন দু’দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করাই তার এই সফরের লক্ষ্য।


বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দশকেরও বেশি সময় ধরে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আজ সাংবাদিকদের বলেন, ‘ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বাংলাদেশে আসছেন... এটি একটি দ্বিপাক্ষিক সফর।’


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু এবং ২০১৬ সালে যুক্তরাজ্য সরকার কর্তৃক বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।


তিনি বলেন, এ ছাড়াও তার এই সফরে ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়াদিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।


বরিস জনসন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।


তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার ঘটনায় এসব রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।-খবর বাসসের 



আপনার মূল্যবান মতামত দিন: