odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

জর্জিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিখাইল কাভেলাশভিলি

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৪ ২৩:২৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৪ ২৩:২৬

বিদায়ী নেতা ও বিরোধী দলগুলোর পক্ষ থেকে নির্বাচনকে ‘অবৈধ’ ঘোষণা করা সত্ত্বেও জর্জিয়ায় রোববার ক্ষমতাসীন দলের অনুগত মিখাইল কাভেলাশভিলি প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ও শপথ গ্রহন করেছেন।

তিবিলিসি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি নিজেকে ‘একমাত্র বৈধ প্রেসিডেন্ট’ হিসেবে দাবি করার কিছুক্ষণ পরেই কট্টর ডানপন্থী সাবেক ফুটবলার কাভেলাশফিলি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

জুরাবিশভিলি পার্লামেন্ট নিয়ন্ত্রণকারী জর্জিয়ান ড্রিম পার্টির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: