odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

জামালপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ২৯ December ২০২৪ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২৯ December ২০২৪ ২৩:৫৪

জামালপুর  জেলার সদর উপজেলার ছনকান্দা এলাকায় আজ বিকেলে পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশু মারা গেছে।

শিশুরা হল জামালপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের রাজা মিয়ার ছেলে মো. রওশন (১৭), এজাজ মিয়ার ছেলে রাহী মিয়া (১৬) ও আহমদুর রহমানের ছেলে মো অসীম আহমদ (১৫)। 

সূত্র জানায়, ঢাকার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. রওশন, রাহী মিয়া দশম শ্রেণির ছাত্র এবং জামালপুর জেলা স্কুলের নবম শ্রেণির ছাত্র মো. অসীম আহমদ। 

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, হতাহতরা নদীর তীরে ফুট বল খেলছিল। হঠাৎ বল নদীতে পড়ে যায়।  রওশন নদীর পানিতে নেমে বল আনতে গেলেও ডুবে যান তিনি। তাকে উদ্ধার করতে ভিউ রাহী মিয়া ও অসীমও নেমে গভীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর তিনটি মরদেহ উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: