ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

খুনের ঘটনা বেড়ে যাওয়ায় ত্রিনিদাদ ও টোবাগোতে জরুরি অবস্থা জারি

odhikarpatra | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩

odhikarpatra
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৩

খুনের ঘটনা বেড়ে যাওয়াতে ত্রিনিদাদ এবং টোবাগোতে সোমবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে দেশটির পুলিশ আগামী দু’দিন কোন রকম ওয়ারেন্ট ছাড়া তল্লাশি এবং গ্রেফতার করতে পারবে। পোর্ট অব স্পেন থেকে এএফপি এ খবর জানায়।

ত্রিনিদাদ এবং টোবাগোর প্রধানমন্ত্রী কেইথ রাউলি বলেন, সংঘবদ্ধ ক্রিমিনালদের অপতৎপরতায় জনজীবন বিপন্ন হওয়ায় দেশটির পুলিশের পরামর্শে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এটর্নি জেনারেল স্টুয়ার্ট ইয়ং রাজধানী পোর্ট অব স্পেনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ডিসেম্বরে দেশটিতে ৬১টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। আর বছরব্যাপি দেশটিতে খুনের ঘটনা ঘটেছে ৬২৩। ইয়ং আরো বলেছেন, এই জরুরি অবস্থার ফলে অর্থনীতির যাতে কোন ক্ষতি না হয় সেজন্য কারফিউ বলবৎ থাকবে না। এমনকি মানুষের চলাচলেও কোন নিয়ন্ত্রন আরোপ করা হবে না।

ওয়ারেন্ট ছাড়া তল্লাশি এবং গ্রেফতার বিষয়টা এক সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছেন এটর্নি জেনারেল স্টুয়ার্ট ইয়ং। ঐ সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ফিটজেরাল্ড হিন্ডস ১ কোটি ৪০ লাখ মানুষের দেশটিতে খুনের ঘটনা এইরূপ বেড়ে যাওয়াকে মহামারি হিসাবে উল্লেখ করেছেন।

এর আগে ২০১১ সালেও ত্রিনিদাদ ও টোবাগোতে জরুরি অবস্থা জারী করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: