odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 1st November 2025, ১st November ২০২৫

শ্রীলংকার বিপক্ষে সিরিজ ড্র করলো বাংলাদেশ

odhikarpatra | প্রকাশিত: ৯ January ২০২৫ ২৩:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৯ January ২০২৫ ২৩:৫৬

শ্রীলংকার বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

জান্নাতুল মাওয়ার অলরাউন্ড নৈপুন্যে আজ সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলংকাকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। ফলে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হয়।

কলম্বোয় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে জান্নাতুল সর্বোচ্চ ২৪ রান করেন।

এছাড়া আফিয়া আসিমা ২১, মোসাম্মত ইভা ২০, সাদিয়া আকতার ১৫, ফাহমিদা ১১ ও সাদিয়া ইসলাম ১০ রান করেন। রাশমিকা ২৮ রানে নিয়েছেন ৩ উইকেট।

জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রানের বেশি তুলতে পারেনি শ্রীলংকা। ব্যাট হাতে শ্রীলংকার হয়ে ২৯ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন হানসিকা। জান্নাতুল ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন।

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য প্রস্তুতির মঞ্চ ছিলো। আগামী ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মালেশিয়ায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। বিশ্বকাপ খেলতে কাল মালয়েশিয়ার উদ্দেশ্যে শ্রীলংকা ছাড়বে বাংলাদেশ।

বাসস/এএমটি/২০৩০/-নীহা



আপনার মূল্যবান মতামত দিন: