odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 24th October 2025, ২৪th October ২০২৫

জয়ের ধারায় ফিরলো রাজশাহী, প্রথম হোচট খুলনার

odhikarpatra | প্রকাশিত: ১০ January ২০২৫ ১৮:৩২

odhikarpatra
প্রকাশিত: ১০ January ২০২৫ ১৮:৩২


টানা দুই ম্যাচ হারের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরেছে দুর্বার রাজশাহী। আজ লিগে নিজেদের পঞ্চম ম্যাচে রাজশাহী ২৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে আছে রাজশাহী। পক্ষান্তরে টানা দুই জয়ে আসর শুরুর পর তৃতীয় ম্যাচে এসে হোচট খেল খুলনা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৪৪ রানের সূচনা করেন দুর্বার রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিশান আলম। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পাকিস্তানের হারিসকে বোল্ড করে খুলনা টাইগার্সকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। ৪টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ২৭ রান করেন হারিস।

ভালো শুরুর পরও দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। ৩টি চারে জিশান ২৩, মিডল অর্ডারে অধিনায়ক এনামুল হক ৭ এবং এসএম মেহেরব ৫ রানে আউট হন।

৬৭ রানে ৪ উইকেট পতনের পর জুটি বেঁধে রাজশাহীকে লড়াইয়ে ফেরান ইয়াসির আলি ও জিম্বাবুয়ের রায়ান বার্ল। তাদের মারমুখী ব্যাটিংয়ে ১৪তম ওভারে ১শ এবং ১৮তম ওভারে দেড়শতে পা রাখে রাজশাহী।

১৯তম ওভারে খুলনার পেসার আবু হায়দারের বলে বোল্ড হন ইয়াসির। আউট হওয়ার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৪১ রান করেন তিনি। বার্লের সাথে ৫১ বলে ৮৮ রান যোগ করেন ইয়াসির।

দলীয় ১৫৫ রানে ইয়াসির ফেরার পর ইনিংসের শেষ ১০ বলে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রাজশাহীকে লড়াকু সংগ্রহ এনে দেন বার্ল ও উইকেটরক্ষক আকবর আলি। ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান করেন রাজশাহী।

৭টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে বার্ল ৪৮ এবং আকবর ৩টি চার ও ১টি ছক্কায় ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। খুলনার নাসুম ২০ রানে ২ উইকেট নেন। ১টি করে শিকার করেন মোহাম্মদ নাওয়াজ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও আবু হায়দার।

১৭৯ রানের টার্গেটে খেলতে নেমে ২৬ রানে ২ উইকেট হারায় খুলনা টাইগার্স। অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিসতো ৬ ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১ রানে আউট হন।

শুরুর ধাক্কা সামলে উঠতে তৃতীয় উইকেটে ৪১ বলে ৩৩ রানের জুটি গড়েন ওপেনার মোহাম্মদ নাইম ও আফিফ হোসেন। ২৮ বলে ২৪ রান করে নাইম ফেরার পর চতুর্থ উইকেটে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে ১৫ বলে ৩১ রানের ঝড়ো জুটি গড়ে খুলনাকে লড়াইয়ে রাখেন আফিফ।

দলীয় ৯২ রানের মধ্যে আফিফ ও অঙ্কন বিদায় নিলে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা। আফিফ ৩৩ ও অঙ্কন ১১ বলে ১৮ রান করেন।

শেষ দিকে ইমরুল কায়েসের ৬ বলে ১৬ এবং নাসুমের ১৮ রানেও হার এড়াতে পারেনি খুলনা। ১৯ দশমিক ৩ ওভারে ১৫০ রানে অলআউট হয় খুলনা।

বল হাতে রাজশাহীর তাসকিন-সোহাগ ও বার্ল ২টি করে উইকেট নেন।



আপনার মূল্যবান মতামত দিন: