ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

কাঁঠালতলী অগ্রনী সংঘ-এর পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

odhikarpatra | প্রকাশিত: ১৭ January ২০২৫ ২২:১৬

odhikarpatra
প্রকাশিত: ১৭ January ২০২৫ ২২:১৬

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এলাকাবাসীর আয়োজনে কাঁঠালতলী অগ্রনী সংঘ-এর পকেট কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ১৭ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী স্ট্যানে কাঁঠালতলী অগ্রনী সংঘে কার্যালয়ের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।পরে এ অবৈধ কমিটির মানিনা মানবো না এ শ্লোগানে সিরাজদিখানে- জৈনসার রোডে বিক্ষোভ মিছিল করেন।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির উপদেষ্টা সাকওয়াত হোসেন ভূইয়া,সিরাজুল ইসলাম শেখ,সাখাওয়াত হোসেন মিলন,জিয়াবুল আলম জিয়া,শাহ আলম হাওলাদার,
আহবায়ক কমিটি আহবায়ক তহিদুজ্জামান টিটু,সদস্য সচিব ইমরান সর্দার ইমু সহ ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং এলাকার শান্তি প্রিয় জনগণ।

উপস্থিত বক্তাগন বলেন, গ্রামবাসী ও কাঁঠালতলী অগ্রণী সংঘের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছি এই কারনে গত ১৮ অক্টোবর ২০২৪ ইং সর্ব সম্মতিক্রমে কাঁঠালতলী অগ্রণী সংঘের একটি উপদেষ্টা কমিটি ও একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়।পরবর্তীতে নির্বাচন কশিনার জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজিমুদ্দিন কমিটির অন্যান্য কমিশনারদের উপেক্ষা করে ১১/০১/২০২৫ ইং তারিখের আগেই অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বিরোধী একতরফা স্ব ঘোষিত একটি কমিটি ঘোষণা করেন।বিতর্কিত এ পকেট কমিটি গঠনে তীব্র নিন্দা জানিয়ে এবং তীব্র বিরোধীতা করে ও উক্ত কমিটি বাতিল করে গণতান্তিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি গঠনের দাবী জানান।



আপনার মূল্যবান মতামত দিন: