ঢাকা | বুধবার, ৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ক্ষেপণাত্র হামলায় ইউক্রেনে নিহত ছয় : কিয়েভ

odhikarpatra | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৫ ২২:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৫ ২২:৪৫


শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে, খবর এএফপি’র।

কিয়েভ নগর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৪৫ এবং ২৫ বছর বয়সি দু’জন পুরুষ এবং ৪১ বছর বয়সি একজন নারী রয়েছেন। এই হামলায় আরো তিনজন আহত হয়েছে। এছাড়া শনিবার ইউক্রেন ব্যাপি রাশিয়ার ভয়াবহ হামলায় আরো তিনজন নিহত হয়েছে।

রাশিয়ার এই ক্ষেপনাস্ত্র হামলাকে ইউক্রেন আমেরিকার ট্যাকটিক্যাল ক্ষেপনাস্ত্র সিস্টেম ব্যবহার করে প্রতিহত করেছে বলে উল্লেখ করেছে।

মস্কো দাবি করেছে তাদের সেনারা এগিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী কিয়েভে স্থাপিত সামরিক স্থাপনা লক্ষ্য করে নির্ভুল দূরনিয়ন্ত্রিত অস্ত্রের ব্যবহার করে এই হামলা চালিয়েছে।

রাশিয়া প্রায়ই ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলা চালাচ্ছে। কিন্তু এ ধরনের হামলা বিরল। রাজধানী কিয়েভের বিমান প্রতিরক্ষা সুরক্ষা ইউক্রেনের যে কোন স্থানের তুলনায় বেশি।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ইউক্রেনের উপর রাশিয়ার হামলার অবসানে মস্কোর উপর চাপ প্রয়োগ করে।



আপনার মূল্যবান মতামত দিন: