ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

এসএসসি পরীক্ষায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে সারা দেশে আটক অন্তত ১৮ জন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৪৪

আমাদের অধিকারপত্র ডটকমঃ অনিয়ম-দুর্নীতির অভিযোগে সারা দেশে আটক অন্তত ১৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ছাত্র-শিক্ষকসহ ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।

বেশির ভাগ ক্ষেত্রেই মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন সরবরাহের সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঠাকুরগাঁওয়ে আটক হয়েছেন ব্যাংক কর্মকর্তা ও শিক্ষক

পীরগঞ্জ উপজেলায় এসএসসির গণিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, আটক সাইদুর রহমান (২৯) দিনাজপুরের নিমতলার আল আরাফা ইসলামী ব্যাংকের কর্মকর্তা। আর ইউনুস আলী (৩২) জগন্নাথপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

“শনিবার সকালে উপজেলার জাবরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। তাদের মোবাইল ফোনে গণিতের প্রশ্নপত্র ও উত্তরপত্র পাওয়া গেছে।”

বরগুনায় যুবক আটক

জেলার পুলিশ সুপার বিজয় বসাক জানান, এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে মো. রুম্মন নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার বিকালে সদর উপজেলার বৈঠাকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। রুম্মন ওই গ্রামের কাঠ বিক্রেতা হাবিবুর রহমানের ছেলে।

দিনাজপুরে স্নাতক শিক্ষার্থীসহ আটক ৪

জেলার চিরিরবন্দর উপজেলায় বিএ (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুরে পরীক্ষা কেন্দ্রের সহকারী সচিবসহ আটক ৬

শ্রীপুর থানার এসআই মাহমুদুল হাসান বলেন, বেলা পৌনে ১১টার দিকে মাওনা বহমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের সহকারী সচিব আমজাদ হোসেন নাহীন কেন্দ্রের বাইরে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় গেইটের কাছে তাকে তল্লাশি করা হলে রচনামূলক (গণিত) প্রশ্নপত্র পাওয়া যায়।

ঢাকার নবাবগঞ্জে আটক ২ শিক্ষক

আটককৃতরা হলেন - উপজেলার বক্সনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক রনি মিয়া (২৮) ও বাহা ওয়াছেক মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক সোহেল রানা (৩০)।

রাজশাহীতে তরুণী আটক

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, “সকালে পরীক্ষা শুরুর আগে শহরের পিএন বালিকা বিদ্যালয়ের সামনে এক ছাত্রী পরীক্ষার্থী ও অভিভাবকদের এসএসসি পরীক্ষার প্রশ্ন দেখাচ্ছিলেন তার মোবাইলফোনে। এ সময় কয়েকজন অভিভাবক তাকে ধরে পুলিশে দেয়।”

যশোরে তরুণ আটক

যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, “সকাল পৌনে ১০টার দিকে এক যুবক জিলা স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে তার মোবাইল ফোনে অভিভাবকদের গণিত বিষয়ের প্রশ্ন দেখাচ্ছিল।

শেরপুরে যুবক আটক

চলমান এসএসসি পরীক্ষার গণিতের নৈর্ব্যক্তিক প্রশ্ন ফাঁসের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক সুলেয়মানের (২৪) বাড়ি সদর উপজেলার লছমনপুর গ্রামে ।

তার বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট ও পাবলিক পরীক্ষা আইনে মামলার করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: