odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

গাজা চুক্তিতে ‘আস্থা নেই’ ট্রাম্পের

odhikarpatra | প্রকাশিত: ২১ January ২০২৫ ২০:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২১ January ২০২৫ ২০:৩৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি তার অভিষেকের আগে যুদ্ধবিরতি চুক্তিকে সুরক্ষিত করার জন্য তার কুটনীতি সত্বেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে বলে তিনি নিশ্চিত নন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

হোয়াইট হাউসে ফিরে আসার সময় একজন সাংবাদিক তার কাছে দুই পক্ষ যুদ্ধবিরতি বজায় রাখবে এবং চুক্তি অগ্রসর হবে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী নই।’

ট্রাম্প বলেছেন, ‘এটা আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। কিন্তু আমি আত্মবিশ্বাসী নই।’

ট্রাম্প অবশ্য বলেছেন, তিনি বিশ্বাস করেন যে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ওপর নজিরবিহীন হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে হামাস ‘দুর্বল’ হয়ে পড়েছে।

তিনি বলেছেন, ‘আমি গাজার একটি ছবি দেখেছি। গাজা একটি বিশাল ধ্বংসস্থলের মতো।’

সম্পত্তি টাইকুন জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠা ট্রাম্প বলেছেন পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজাকে দেখতে ‘অসাধারণ লাগবে’।

তিনি বলেছেন, ‘গাজা সমুদ্রের কাছে একটি অভূতপূর্ব অবস্থান-কী চমৎকার আবহাওয়া। আপনি জানেন, এখানকার সবকিছুই ভালো। গাজা দেখতে এতো সুন্দর যে, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু করা যেতে পারে।’
ইসরাইল ও হামাস জিম্মি এবং বন্দি বিনিময়ের মাধ্যমে রোববার থেকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু করেছে।

মূলত মে মাসে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে রূপরেখা দেওয়া হয়েছিল এবং বাইডেন ও ট্রাম্পের দূতদের যৌথ কূটনীতির মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া হয়েছিল।

ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ দিলেও স্পষ্ট ভাষায় বলেছেন, তিনি ইসরাইলকে অবিচল সমর্থন দিয়ে যাবেন।

তার প্রথম কাজগুলোর মধ্যে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বাইডেন প্রশাসনের আরোপিত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।



আপনার মূল্যবান মতামত দিন: