odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

শান কারেন আমেরিকার সিক্রেট সার্ভিসের পরিচালক মনোনীত

odhikarpatra | প্রকাশিত: ২৩ January ২০২৫ ২০:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৩ January ২০২৫ ২০:৫৯

প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প বুধবার আমেরিকার সিক্রেট সার্ভিসের পরিচালক হিসাবে শান কারেনকে মনোনিত করেছেন, খবর এএফপি’র। 

শান কারেন ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত নিরাপত্তা এজেন্টদের মধ্যে একজন যে গত বছরের ১৩ জুলাই ট্রাম্পকে বাঁচাতে বিদ্যুত গতিতে পেনসিলভেনিয়ার বাটলারের মঞ্চে উঠে পড়েন এবং আর সব নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় রিপাবলিকান ট্রাম্পের জীবন রক্ষা করেন। 

একজন অস্ত্রধারী যেখানে নির্বাচনী জনসভায় বক্তব্যরত ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাত্ব ট্রাম্পকে শান কারেন তখন মঞ্চ থেকে অন্যান্য সহকর্মীদের সহযোগিতায় সরিয়ে নেন। ইউএস সিক্রেট সার্ভিস তখন ব্যাপক সমালোচনার মুখে পড়ে।   

সিক্রেট সার্ভিসের পরিচালক হিসাবে শান কারেনের মনোনয়ন প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোস্যাল মিডিয়াতে লিখেছেন, শান একজন দেশপ্রেমিক। গত কয়েক বছর ধরে তিনি আমার পরিবারকে রক্ষা করে চলেছেন। যে কারণে আমি তাকে বিশ্বাস করি, তিনি ইউএস সিক্রেট সার্ভিসের নেতৃত্ব দিতে পারবে। 

নতুন প্রেসিডেন্ট আরো বলেছেন, শান কারেনের সিক্রেট সার্ভিসে কাজ করার অভিজ্ঞতা ২৩ বছরের। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম পর্বে কারেন প্রেসিডেন্টের সুরক্ষা বিভাগের প্রধান ছিলেন।  

ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, শান কারেন পেনসিলভেনিয়ার বাটলারে তার নির্ভীকতার প্রমাণ দিয়েছেন, তিনি নিজের জীবন বাজি রেখে আততায়ীর গুলি থেকে আমাকে রক্ষা করেছেন



আপনার মূল্যবান মতামত দিন: