
জেলায় ১০টি অবৈধ ইট ভাটা মালিককে সাড়ে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্র্যামমাণ আদালত।
রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে মাগুরার সদর উপজেলার ধলহরা ও বাগবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনে জানান, পরিবেশ আইনের কোন তোয়াক্কা না করে টিনের চিমনি দিয়ে ইট ভাটা স্থাপন করে জ্বালানী হিসেবে কাঠ পোড়ানোর দায়ে সদরের ধলহরা এলাকার এনএফবি ও হিনো ব্রিকস এবং বাগবাড়িয়া এলাকায় এমআরবি, মধুমতি, টু স্টার, সেভেন স্টার, এমএম, বিএমবি, সেতু, সান ও এসকেবিবি ব্রিকসসহ মোট ১০টি ইটভাটা মালিককে মোট সাড়ে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে অবৈধ ৮ টির টিনের চিমনী ভেঙ্গে ফেলা হয়েছে। মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।-খবর বাসসের
আপনার মূল্যবান মতামত দিন: