ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করল ইরান

odhikarpatra | প্রকাশিত: ২ February ২০২৫ ১৮:৪১

odhikarpatra
প্রকাশিত: ২ February ২০২৫ ১৮:৪১

বিপ্লবী গার্ডের নৌবাহিনী শনিবার ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচনের দুই সপ্তাহ পর নতুন এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করল ইরান। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে উন্মোচনের দৃশ্য দেখানো হয়।

রাজধানী তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থ শহরগুলোতে ধ্বংসকারী ইলেক্ট্রনিক যুদ্ধে শত্রুপক্ষকে মোকাবেলা করতে সক্ষম শত শত ক্রুজ মিসাইল রাখা হয়েছে।

এই ক্ষেপণাস্ত্রগুলো ভূগর্ভের শত শত মিটার গভীরে রাখা হয়েছে এবং খুবই কম সময়ের মধ্যে ব্যবহার করা যায়।

সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম।

বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি ঘাঁটিটি পরিদর্শন করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনাটির অবস্থান গোপন রাখা হয়েছে।

প্রতিবেদনে গদর-৩৮০ নামে একটি নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের মডেলও উন্মোচন করা হয়েছে।

তিনি বলেন, নতুন ক্ষেপণাস্ত্রগুলো শত্রু জাহাজের জন্য নরক তৈরি করতে পারে।

গত মাসে, ইরানের দক্ষিণ জলসীমায় অভিযানরত আক্রমণকারী জাহাজগুলোর জন্য একটি ভূগর্ভস্থ নৌঘাঁটিও উন্মোচন করে ইরানের বিপ্লবী গার্ড।



আপনার মূল্যবান মতামত দিন: