odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 2nd November 2025, ২nd November ২০২৫

নানা আয়োজনে ইবিতে সরস্বতী পূজা উদযাপিত

odhikarpatra | প্রকাশিত: ৩ February ২০২৫ ২৩:২৩

odhikarpatra
প্রকাশিত: ৩ February ২০২৫ ২৩:২৩

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পূজা বাণী অর্চনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকল ৯ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদমিনার সংলগ্ন সবুজ চত্বরে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়।

পূজা উৎযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এ্যাড. সুব্রত কুমার চক্রবর্তী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়নন্দ দাস বাবাজী মহারাজ এবং বিশেষ আলোচক আই.সি.টি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ ও সনাতন ধর্মাবলম্বী অন্যান্য পূজা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় নাম শুনলে মনে হয় যেন, এটি কোনো সাম্প্রদায়ের লোকের অধিপত্যে, ধর্মীয় কালচার, তাদের অবাধ বিচরণ।কিন্তু এটা নয়, এই অসত্যকে প্রমাণ করে আজকের এই আনন্দঘন আয়োজন । আমারা সকল ছাত্রকে ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রই মনে করি। আমার এলাকা বাগেরহাটে হিন্দু মুসলমান একসাথে বসবাস করে। বাগেরহাটের কোনো অঞ্চলে সনাতন ধর্মাবলম্বী মানুষদের সংখ্যা বেশি।আমরা অমল্য সখ্যতা মৈত্রী বন্ধন নিয়ে বেড়ে উঠেছি। ধর্মীয় অধিকার, এ চর্চার অধিকার এটি সকলের মানবাধিকার। সব ধর্মই মানবিক চরিত্র গঠনের কথা বলে। তিনি সকলের মধ্যে মৈত্রী সম্পর্ক গড়ে তুলতে বলেন। বলেন, আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে এক সাথে কাজ করতে হবে। ছাত্র হিসেবে বিদ্যা চর্চার জন্য যতদিন হৃদয়ের জগৎ আলোকিত করে যখন বাহিরে যাবে জ্ঞান অর্জন কে অস্ত্র হিসেবে ব্যবহার করো, তাহলেই তোমাদের মুক্তি মিলবে, ব্যক্তির মুক্তি মিলবে, সমাজের মুক্তি মিলবে। জ্ঞান চর্চা কে যদি ব্রত হিসেবে গ্রহণ করো। জ্ঞান চর্চার কোনো কোয়ালিফিকেশন নেই যে তাকে কোনো নির্দিষ্ট ধর্মের হতে হবে।
আমরা একটা নতুন অনুষদ খুলেছি। ইবি সকল ধর্মের ছাত্রে জন্য এমন একটি সুযোগ করেছে যে ইসলামের পাশাপাশি আধুনিক জ্ঞানের চর্চা করতে পারে।
আমার পরিচয় আমি মানুষ আর সবাই আমার ভাই। কোনো সময় যেন আমাদের এটি বলা হয় না যেন কোনো সম্প্রদায়কে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে।

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: