odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 22nd October 2025, ২২nd October ২০২৫

চট্টগ্রামকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে বরিশাল

odhikarpatra | প্রকাশিত: ৩ February ২০২৫ ২৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ৩ February ২০২৫ ২৩:৩৬

টানা দ্বিতীয়বারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠলো ফরচুন বরিশাল। আজ প্রথম কোয়ালিফাইয়ারে বরিশাল ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে চট্টগ্রাম। পেসার মোহাম্মদ আলি ২৪ রানে ৫ উইকেট নেন। জবাবে ওপেনার তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে ১৬ বল হাতে রেখেই ১ উইকেটে ১৫০ রান তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করে বরিশাল। হৃদয় ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম। পাওয়ার -প্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায় তারা। খাজা নাফি ৪, গ্রাহাম ক্লার্ক ৬, অধিনায়ক মোহাম্মদ মিথুন ১ ও হায়দার আলি ৭ রান করেন। এরমধ্যে কাইল মায়ার্স ২ উইকেট নেন।

শুরুর ধাক্কা সামলে উঠতে পাল্টা আক্রমণের পথ বেছে নেন শামীম হোসেন। ওপেনার পারভেজ হোসেন ইমনের সাথে ৫০ বলে ৭৭ রানের জুটিতে দলের রান ১’শ পার করেন শামীম।
১৪তম ওভারে দলীয় ১১১ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন ইমন। স্পিনার রিশাদ হোসেনের শিকার হবার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৩৬ রান করেন ইমন।
ইমন ফেরার পর চট্টগ্রামের রান সচল রাখেন শামীম। মাত্র ২৯ বলে টি-টোয়েন্টিতে সপ্তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

শামীমের ঝড়ো অর্ধশতকে ১৮ ওভার শেষে ৫ উইকেটে ১৪৩ রান করে চট্টগ্রাম। ১৯তম ওভারে শেষবারের মত আক্রমণে এসে মাত্র ২ রানে ৪ উইকেট শিকার করে চট্টগ্রামের রানের গতি আটকে দেন আলি। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি চট্টগ্রাম।

৯টি চার ও ৪টি ছক্কায় ৪৭ বলে ক্যারিয়ার সেরা ৭৯ রানের ইনিংস খেলেন শামীম। বরিশালের আলি ৪ ওভারে ২৪ রানে ৫ উইকেট নেন। টি-টোয়েন্টিতে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন আলি।

জবাবে বরিশালকে ৫২ বলে ৫৫ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও হৃদয়। নবম ওভারে বরিশালের উদ্বোধনী জুটি ভাঙ্গেন চট্টগ্রামের পেসার খালেদ আহমেদ। ৪টি চারে ২৬ বলে ২৯ রান করেন তামিম।

এরপর ক্রিজে আসা নতুন ব্যাটার ডেভিড মালানকে নিয়ে বরিশালের জয়ের পথ তৈরি করেন হৃদয়। ১৪তম ওভারে বরিশালের রান ১’শতে নেন তারা। ৪৫ বলে এবারের বিপিএলে প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়।

হাফ-সেঞ্চুরির রানের গতি বাড়িয়ে ১৮তম ওভারেই বরিশালের জয় নিশ্চিত করেন হৃদয়। দ্বিতীয় উইকেটে মালানের সাথে ৫২ বলে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন হৃদয়।
৯টি চার ও ২টি ছক্কায় ৫৬ বলে অপরাজিত ৮২ রান করেন হৃদয়। ২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে অনবদ্য ৩৪ রান করেন মালান।

৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে খুলনা ও চট্টগ্রাম।



আপনার মূল্যবান মতামত দিন: