odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাজধানীতে জেএমবি’র আঞ্চলিক নেতাসহ ২ জন গ্রেফতার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ February ২০১৮ ১৭:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ February ২০১৮ ১৭:০৪

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা সোমবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র আঞ্চলিক নেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে।


গ্রেফতারকৃতরা হলো, মোঃ নুরুজ্জামান লাবু (৩৯) ও নাজমুল ইসলাম শাওন (২৬)। তাদের কাছ থেকে ২টি চাপাতি, জঙ্গিবাদী বই, ৭২৪ ইউএস ডলার এবং অন্যান সামগ্রী উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবু জানায়, সে ২০১৫ সালে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে বিধর্মীদের হত্যা ও আক্রমণ করতে অনুপ্রানিত করত। বিভিন্ন সময়ে সে ঝিনাইদহ এলাকায় স্কুল মাঠে ও একটি গ্যারেজে সমমনাদের নিয়ে গোপনে বৈঠক করতো। তাকে স্থানীয় জেএমবি’র পক্ষ থেকে একটি অটোরিক্সা কিনে দেয়া হয়।

এ রিক্সা চালানোর অজুহাতে সে বিভিন্ন এলাকা রেকী করত এবং ধর্মান্তরিত খ্রিস্টানদের অনুসরণ করত। সে বর্তমানে ঝিনাইদহ অঞ্চলের জেএমবি’র আঞ্চলিক পর্যায়ের নেতা।

এছাড়াও সে বোমা বানাতে বিশেষভাবে পারদর্শী। শাওন একজন মেরিন ইঞ্জিনিয়ার। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে আবু আব্দুল্লাহ নামক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। আব্দুল্লাহর মাধ্যমে সে জেএমবিতে অন্তর্ভুক্ত হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: