odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

৪০-এর পর প্রথম গোল : রোনালদো

odhikarpatra | প্রকাশিত: ৮ February ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ৮ February ২০২৫ ২৩:৪২

তিন দিন আগে ৪০ বছর পূর্ণ হয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। জন্মদিনের পর প্রথম খেলতে নেমেই গতকাল গোল করেছেন তিনি।

সৌদি প্রো ফুটবল লিগে গোল করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোষ্টও করেছেন পর্তুগালের রোনালদো। সেখানে তিনি লিখেছেন, ‘৪০-এর পর প্রথম গোল।’

গতরাতে সৌদি প্রো লিগে ১৯তম ম্যাচে রোনালদোর আল নাসর ৩-০ গোলে হারিয়েছে আল ফায়হাকে।

ম্যাচের ২২তম মিনিটে নাসরকে প্রথম এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড জন দুরান। তার গোলেই ম্যাচের প্রথমার্ধে লিড নিয়ে মাঠ ছাড়ে দল।

দ্বিতীয়ার্ধে নাসেরকে দ্বিতীয় গোল এনে দেন দুরান। ৭২ মিনিটে গোলটি করেন তিনি।

৭৪ মিনিটে নাসরের হয়ে তৃতীয় ও পেশাদার ক্যারিয়ারে ৯২৪তম গোল করেন রোনালদো।

এই জয়ে নিজের রেকর্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিলেন রোনালদো। পেশাদার ক্যারিয়ারে ৭০১তম ম্যাচ জিতলেন তিনি।

পাশাপাশি আল ফায়হার বিপক্ষে জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠেছে আল নাসর। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট আছে তাদের। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইত্তিহাদ।



আপনার মূল্যবান মতামত দিন: