
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ডা. এ এস এম জাকারিয়া স্বপন আর নেই।
তিনি আজ বুধবার পৌণে ১২টায় বিএসএমএমইউ’র আউসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি.... রাজিউন)। ডা. জাকারিয়া স্বপন দূরারোগ্য লিভার ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, সহকর্মী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণাগ্রাহি রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, আজ বিকেল ৩টায় বিএসএমএমইউ কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে । তবে দাফন কোথায় ও কখন হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
জাকারিয়া স্বপন ২০১৬ সালের ২৩ এপ্রিল থেকে বিএসএমএমইউ’র প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রফেসর ডা. এ এস এম জাকারিয়া স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।-খবর বাসসের
আপনার মূল্যবান মতামত দিন: