odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

odhikarpatra | প্রকাশিত: ২৭ February ২০২৫ ১৮:০১

odhikarpatra
প্রকাশিত: ২৭ February ২০২৫ ১৮:০১

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

রাওয়ালপিন্ডিতে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন ছিল আবহাওয়া । তবে দুপুর থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় মাঠেই নামতে পারেনি দু’দলের খেলোয়াড়রা।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও ভালো না হওয়ায় খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা ছিল না। পরবর্তীতে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তারা।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ ও পাকিস্তান।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২টি করে হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে সমান ১ করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপে বাংলাদেশ তৃতীয়স্থানে এবং পাকিস্তান চতুর্থস্থানে থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করল।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ভারতের কাছে ৬ উইকেটে এবং নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং ভারতের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান।

এই গ্রুপ থেকে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন: