ঢাকা | শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১ মার্চ ২০২৫ ২০:৫০

odhikarpatra
প্রকাশিত: ১ মার্চ ২০২৫ ২০:৫০

চাঁদপুরে জেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করে।

মৃত শিশুরা হলো-সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের মাইমুনা (৩), বাগাদী ইউনিয়নের সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের স্বজনরা জানান, পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল। ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে তাদের ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে তাকেও হাসপাতালে নেয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকেই হাসপাতালে মৃত আনা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহার মিয়া জানান, সদর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সদর উপজেলায় দুইজন ও হাজীগঞ্জ উপজেলার একজনসহ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয় থানায় অপমৃত্যুর মামলা রজু করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: