odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে তথ্য উপদেষ্টার যোগদান

odhikarpatra | প্রকাশিত: ১৪ March ২০২৫ ২২:০৫

odhikarpatra
প্রকাশিত: ১৪ March ২০২৫ ২২:০৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আজ ছারছীনা দরবার শরীফের বার্ষিক মাহফিলে যোগ দিয়েছেন। তিন দিনব্যাপী মাহফিলের সমাপনী দিনে আজ জুমার নামাজের পর তিনি প্রধান অতিথি হিসেবে মোনাজাতে অংশ নেন।

মাহফুজ আলম বলেন, ‘আমার দাদা ছারছীনা দরবার শরীফের একজন ‘মুরিদ’ ছিলেন। শৈশবে বাবা এবং দাদার সাথে এখানে আসার সুযোগ হয়েছিল।’

তিনি বলেন, ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি নেছার উদ্দিন আহমদ(রহ:) দ্বীন-ই সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে, তিনি শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে এবং একটি স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের কাঁধে অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের দোয়া কামনা করেন।

মোনাজাতের আগে বক্তৃতা করেন পীর মুফতি আলহাজ্ব মাওলানা শাহ আবু নাসার নেছার উদ্দিন আহমদ হুসাইনী।



আপনার মূল্যবান মতামত দিন: